1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সারাদেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

সারাবাংলা ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ১২:৫৭ পিএম সারাদেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

ঢাকাঃ রাজধানীসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। একই সঙ্গে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।

আগামী নিউজের প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইলঃ তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশ, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা পরিষদ, সিভিল সার্জন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, টাঙ্গাইল পৌর সভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

পরে সকাল ৮ টা ৩০ মিনিটে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গাঃ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদ হাসান চত্ত্বরের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এসময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ বিভিন্ন সরকারি-বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

নাটোরঃ ভোরে শহরের স্বাধীনতা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। এরপর নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ ও জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

শার্শা (যশোর): মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ মার্চ ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯ টার দিকে সীমান্তের কাশিপুরে বিজিবির মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রীয় সালাম জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: সেলিমুদ্দোজা। এ সময় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সূধীজনেরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৭ টায় শার্শা উপজেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহঃ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৬টায় শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ডে শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রেরণা একাত্তর চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মনিরা বেগম, পরে পুলিশ সুপার আশিকুর রহমান, পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল থেকেই ২৬ মার্চ উপলক্ষে শহীদ স্মৃতি সৌধে জড়ো হতে থাকে মানুষ।

এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চুনারুঘাট (হবিগঞ্জ): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি উদ্বোধন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ৫৭১ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা মিলনায়তনে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।  সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফর, আব্দুস সামাদ, ফয়জুল হক তরফদার, আব্দুল খালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাস, আবদুস সামাদ মাস্টার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র রায়।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner