1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বান্দরবানে মিনিট্রাক খাদে পড়ে নিহত ৪

জেলা প্রতিনিধি, বান্দরবান প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৪:০৬ পিএম বান্দরবানে মিনিট্রাক খাদে পড়ে নিহত ৪
ফাইল ছবি

বান্দরবানঃ রুমায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা সবাই নারী বলে জানা গেছে। সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার রুমা-কেউকারাডং সড়কের বগালেক ড়ালু এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই রুমা রেমাক্রি প্রাংসা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ভিজিডির (চাল) সহায়তা নিতে রুমা বাজারে আসার পথে পেছন থেকে অন্য একটি টিক্স (মিনিট্রাক) ব্রেক ফেইল হয়ে সামনের টিক্সটিকে ধাক্কা দিলে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই চার নারী নিহত হন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদের রুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহতরা সবাই রেমাক্রি প্রাংসা ইউপির বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আহত আরও কয়েকজন রুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানা যাবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner