1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজবাড়ীতে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

জেলা প্রতিনিধি, রাজবাড়ী প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৩:২২ পিএম রাজবাড়ীতে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

রাজবাড়ীঃ অনুকূল আবহাওয়া ও ভাল দাম পাওয়ায় এ বছর রাজবাড়ী জেলার কৃষকরা গম চাষে ঝুঁকছেন। তারা বলছে ধানসহ অন্য ফসলের চেয়ে গম চাষে সেচ কম লাগে এবং খরচও কম। 

রাজবাড়ী জেলা কৃষি অফিসের হিসেব মতে, চলতি মৌসুমে জেলায় ১২ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। গত বছরে চাষ হয়েছিল ৮ হাজার ৯শ ৩০ হেক্টর। এ বছর ৪ হাজার ২০ হেক্টর জমিতে গমের আবাদ বেশি করেছেন চাষিরা। 

আবহাওয়া অনুকূলে থাকায় গম উৎপানের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার মেট্রিক টন। যা হেক্টর প্রতি সাড়ে ৩ টন।

রাজবাড়ী সদরে ২ হাজার ৭শ ৫০ হেক্টর, পাংশায় ৩ হাজার ৩শ ৭০ হেক্টর, বালিয়াকান্দিতে ৪ হাজার ১শ ৮০ হেক্টর, কালুখালীতে ১ হাজার ৪শ ৫০ হেক্টর এবং গোয়ালন্দ উপজেলায় ১ হাজার ২শ হেক্টর জমিতে গম চাষ হয়েছে।

সরেজমিনে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ একরের পর একর জমিতে মৃদু বাতাসে দোল খাচ্ছে গমের শীষ। ক্ষেতে গমের পরিচর্যা করছেন কৃষকেরা।

গমচাষি পিংকু কুমার দাস বলেন, গম চাষে খরচ কম হয়। ভালো দাম ও ফলনের আশায় ৩ বিঘা জমিতে গম চাষ করেছি। গমের কোনো কিছুই ফেলতে হয় না। গম বিক্রির পর গমের খড় বিক্রি করেও টাকা আসে।

মো. সাইফুল ইসলাম বলেন, উঁচু জমিতে গম ভালো হয়। সেচসহ অন্যান্য খরচ কম লাগে। ৪ বিঘা জমিতে গম বুনেছি। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে এ বছর লাভবান হওয়ার আশা করছি। 

আরেক চাষি মো. সেলিম মোল্লা বলেন, আমি ২ একরে গমের আবাদ করেছি। বাজারে গমের দাম ভাল আছে। ক্ষেতেও গমের অবস্থা বেশ ভাল। ভালভাবে গম কেটে ঘরে তুলতে পারলে এ বছর গম থেকে ভাল টাকা পাব।

সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী মো. মনজুর মোরর্শেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক গমের ভালো ফলন পাবেন বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। গম কেটে পাট চাষের সুযোগ থাকায় কৃষকেরা এখন গম চাষে ঝুঁকছেন। বাজারে ভালো দাম পাবে বলে কৃষকের মুখে হাসি ফুটেছে। আমরা প্রতিনিয়ত কৃষকদেরকে গম চাষাবাদে নানাবিধ পরামর্শ দিচ্ছি।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জনি খান জানান, রাজবাড়ীতে চলতি মৌসুমে ১২ হাজার ৯৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৭৫০ হেক্টর জমিতে গমের আবাদ করেছেন চাষীরা। চলতি মৌসুমে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার মেট্রিক টন। যা হেক্টর প্রতি সাড়ে ৩ টন। আমাদের পরামর্শে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষিরা গমের চাষাবাদ করেছে। ক্ষেতে তারা পরিমিত সার, কীটনাশক ও ছত্রাক নাশক ব্যবহার করেছে। সেই সঙ্গে প্রয়োজনীয় সেচ দিয়েছে। তাই গমে রোগবালাই কম হয়েছে। গম চাষে কৃষকের তুলনামূলকভাবে খরচ কম লেগেছে। ক্ষেতে গমের ফলন ভাল দেখা যাচ্ছে। আশা করছি কৃষক গমের বাম্পার ফলন পাবেন। গম থেকে কৃষক বাড়তি আয় করতে পারবেন। আগামী বছর লাভজনক গমের চাষাবাদ রাজবাড়ী জেলার কৃষকেরা আরও আগ্রহী হবেন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতিনিয়ত কৃষকদের নানাবিধ সুপরামর্শ দিয়ে থাকছি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner