চুয়াডাঙ্গাঃ অনৈতিক কাজের অভিযোগে চুয়াডাঙ্গা শহরের দুটি বাড়ি থেকে ছয় নারীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের হকপাড়ার সেলিনা খাতুন ও শহরতলীর দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার রাশিদা খাতুনের বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশ। প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, কিছুদিন থেকে সেলিনা ও রাশিদার বিরুদ্ধে সামাজিক পরিবেশ বিনষ্টের অভিযোগ আসতে থাকে। বিভিন্ন এলাকার মেয়েদের নিয়ে এসে নিজ বাড়িতে দেহ ব্যবসা করে আসছিলো তারা। এ অবস্থায় মঙ্গলবার পৌর এলাকার হকপাড়ায় সেলিনার বাড়ি এবং দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় রাশিদার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ছয় নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া অভিযুক্ত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ তারা নিজেদের বাড়িতে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মঙ্গলবার দুই বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনসহ ১১ জনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, পুলিশের অভিযানে আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করেন। সত্যতা স্বীকারের পর ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জামান আখতার/বুইউ