1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

১০ ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা

জেলা প্রতিনিধি, পঞ্চগড় প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ১১:৩৯ এএম ১০ ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা

ঢাকাঃ হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝে মাঝে তাপমাত্রা ওঠানামা করছে। কোনো কোনো দিন আকাশ পরিষ্কার থাকলেও সকালেই মিষ্টি রোদের দেখা মিলছে। আবার কোনো কোনো দিন রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারদিক। সকাল ও রাতে কনকনে হিমেল বাতাসের কারণে প্রচণ্ড ঠান্ডা অনুভুত হচ্ছে এ জেলায়।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অফিস জানায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বিষয়টি নিশ্চিত করেন।

রাশেল শাহ্ বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসে ও কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমে গেছে। যা গতকাল তেঁতুলিয়ায় ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, চলতি মাসের শেষের দিকে শীতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরের হিমেল বাতাসের কারণে দিনে-রাতে ঠান্ডার দাপট ছিল সমান। কনকনে বাতাসে এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীত ও শীতজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর  হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner