1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে গুলিবিদ্ধ চার রোহিঙ্গা

জেলা প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ১১:০৪ এএম ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে গুলিবিদ্ধ চার রোহিঙ্গা

কক্সবাজারঃ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  বহিরাগত দুষ্কৃতিদের হামলায় এক শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ। 

আহতরা হলেন—ওই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ সালাম, একই ব্লকের আবদুল খালেকের ছেলে মোহাম্মদ শফি এবং ক্যাম্পটির বি-৫০ ব্লকের বাসিন্দা আবদুস সামাদের ছেলে মোহাম্মদ শরীফ ও বি-৫৫ ব্লকের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ নাসের।

এপিবিএন জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ সালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এএসপি ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকালে ওই ব্লকের স্থানীয় এক স্টেশনে কিছু সংখ্যক রোহিঙ্গা আড্ডা দিচ্ছিল। এ সময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বলখেলার মাঠ দিয়ে কালো মুখোশ পরা ১৫-২০ জনের একদল দুষ্কৃতি ঢুকে সাধারণ রোহিঙ্গাদের উপর অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, দুষ্কৃতিদের এলোপাতাড়ি ছোড়া গুলিতে এক শিশুসহ চারজন রোহিঙ্গা আহত হন। 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মোহাম্মদ সালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত দুষ্কৃতিরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner