শেরপুরঃ শেরপুরে ‘কুকুর বাঁচাতে’ গিয়ে ভটভটি উল্টে আব্দুল জব্বার (৬৫) নামে এক গরুর পাইকার (ব্যবসায়ী) মারা গেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে সদরের গাজিরখামার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জব্বার বগুড়া জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল জব্বার নালিতাবাড়ী উপজেলার হাট-বাজারে পাইকারি গরু কিনতে যায়। পরে গরু কেনা শেষ হলে ভটভটিযোগে শেরপুর সদরের পাকুরিয়ার উদ্দেশ্য রওনা দেন। এসময় সদরের গাজিরখামার এলাকায় আসলে রাস্তার মাঝখানে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে জব্বার গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবির সুমন বলেন, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে আব্দুল জব্বার মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস