মানিকগঞ্জঃ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২। ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে সারাবিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম না। ফুটবল আনন্দে মেতে উঠছে সকল শ্রেণীপেশার মানুষ। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চলছে নানা আয়োজন। প্রিয় দলের প্রতি ভালবাসা দেখাতেও কেউ কার্পণ্য করছেন না।
বাসার ছাদে পতাকা টানিয়ে কিংবা গাঁয়ে জার্সি পড়ে কেউ আবার আস্ত বাড়িই রাঙিয়েছেন পছন্দের দেশের পতাকার আদলে। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা নিজেদের জানান দিচ্ছেন বিভিন্নভাবে। এমনই একজন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালাই গ্রামের আর্জেন্টাইন ভক্ত রুবায়েত রাসেল। তিনি তার পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে রং করেছেন।
বাড়িটির মালিক রুবায়েত রাসেল বলেন, আমি আর্জেন্টিনার সমর্থক, দলের প্রতি ভালোবাসা থেকেই বাড়িটি পতাকার রঙে রাঙিয়েছি।
তিনি আরও বলেন, ভবনের রং যাই করি না কেন, সব সময় আমার নিজ দেশের পতাকার মান সর্বোচ্চ স্থানে রেখেছি এবং সব সময় রাখা হবে। বাড়ির সামনের খেজুর গাছগুলোও পতাকার রঙে রাঙানো হবে।
তার প্রতিবেশী মিঠু বলেন, আমার জানা মতে মানিকগঞ্জ জেলার প্রথম কেউ আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি রং করেছেন। রুবায়েত রাসেল ভাইয়ের দলের প্রতি ভালোবাসা সকলের নজর কাড়বে। তার বাড়িটি এখন ‘আর্জেন্টিনা বাড়ি’ হিসেবে পরিচিতি পাচ্ছে।
আর্জেন্টিনা দলের কয়েকজন সমর্থক বলেন, আমরা সব সময় আর্জেন্টিনা সাপোর্ট করি। বাড়িটির রং প্রিয় দলের পতাকার রঙে রাঙানোয় ভালো লাগছে। আশা করি, এবারের বিশ্বকাপে আমাদের দল জয়ী হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাসার সবুজ বলেন, অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশের মানুষ ফুটবল প্রিয়। বিশ্বকাপ সামনে রেখে প্রতিটি ঘরে ঘরে এ খেলা ছড়িয়ে পড়ুক।
অপু সাহা/বুইউ