চট্টগ্রামঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ৫৬ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম।
শনিবার (১২ নভেম্বর) সকালে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার একটি দল শনিবার এসব স্বর্ণ উদ্ধার করেন। দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রীর কাছে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ২২ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটের সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
বুইউ