কুষ্টিয়াঃ খাজানগরে আলোচিত বোমা বিস্ফোরিত হয়ে নাইম ইসলাম (১৫) নামে এক শিশু নিহতের মামলায় চারজনের পাঁচ বছর কারাদণ্ড ও প্রত্যেকে ১০ হাজার টাকা অর্থ এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সকালের দিকে অতিরিক্ত জেলা দায়রা জজের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খাজানগর পূর্বপাড়া মজিবর রহমান ব্যাপারীর ছেলে আজিজুল ইসলাম, দৌলতপুর উপজেলার চিলমারী আব্দুর রহমান ওরফে কালা কাজীর চেলে সাইজুদ্দিন কাজী, কবুরহাট দোস্তপাড়া আব্দুস সামাদ সরদারের ছেলে জয়নাল সরদার এবং খাজানগর মাদ্রাসাপাড়া এলাকার আজিজুল হক খানের ছেলে সাইফুল ইসলাম খান।
আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ মে সকাল ১০ টার সময় কবুরহাট বাজারের পাশে ব্যাপারী এগ্রোফুড ইন্ডাস্ট্রিজের সামনে কবুরহাট মাদ্রাসাপাড়ার আজিজুলের বাড়ির পূর্ব পাশ্বে বাঁশ বাগানের রাস্তার পার্শ্ব হতে কুড়িয়ে পাওয়া টেপ দ্বারা মোড়ানো বস্তুটি দিয়ে নাঈম ইসলাম ক্রিকেট খেলা করছিল। এক পর্যায়ে ঐ বস্তুটি ঘটনাস্থলে বিস্ফোরিত হলে মারাত্মকভাবে নাইম ইসলাম আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে বাদী হয়ে বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা দায়ের করেন দায়িত্ব থাকা এস আই তারেক ফয়সাল ইবনে আজিজ।
এমইউ