1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ঘটছে অহরহ দুর্ঘটনা

লক্ষ্মীপুরে অবৈধভাবে চলাচল করছে অটোরিক্সা

মো. ইউসুফ প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ১২:২৩ পিএম লক্ষ্মীপুরে অবৈধভাবে চলাচল করছে অটোরিক্সা

লক্ষ্মীপুরে প্রতিটি সড়কে অবৈধভাবে চলাচল করছে ব্যাটারী চালিত অটোরিক্সা। এতে করে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা।

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ পর্যন্ত, রায়পুর-রামগঞ্জ ও রামগতি সড়কসহ প্রতিটি সড়কে চলাচল করছে প্রায় ৭ হাজার ব্যাটারী চালিত অটোরিক্সা। এসব যানবাহন ও চালকের নেই কোনো ফিটনেস বা ড্রাইভিং লাইসেন্স। এতে করে প্রায়ই ঘটে নানা দুর্ঘটনা।

মোটরযান হিসেবে অনুমোদিত নয় এমন সব (নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক ও ব্যাটারী চালিত অটো অটোরিক্সা) সড়কে চলাচল বন্ধ করে একটি প্রতিবেদন দেয়ার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কে নির্দেশ দেয় আদালত। ওই বছরের ২০ অক্টোবর ভ্রাম্যমান আদালত পরিচালনা সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন বিআরটিএ। মাঝে মধ্যে বিআরটিএ ও স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে জরিমানা ও মামলা দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

অভিযোগ রয়েছে, সড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় কিছু প্রশাসনকে ম্যানেজ করে চলাচল করছে এসব যানবাহন। যারা এসব যানবাহন চালায়, তাদের কোনো প্রশিক্ষণ ও লাইসন্স নেই। এসব যানবাহনের চালক হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ ব্যাক্তিরা। দ্রুত এসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অহরহ ঘটতে থাকবে দুর্ঘটনা।

লক্ষ্মীপুর বিআরটিএ পরিদর্শক ম. মুছা জানান, এসব অবৈধ যান চলাচল বন্ধে নানা উদ্যোগ নেয় হচ্ছে। এসব অবৈধ যানবাহন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

আগামী নিউজ/ওয়াই/এসএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner