1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কুয়াকাটা সৈকতে এবার ভেসে এলো বিশালাকৃতির মৃত তিমি

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০২:১২ পিএম কুয়াকাটা সৈকতে এবার ভেসে এলো বিশালাকৃতির মৃত তিমি

পটুয়াখালীঃ কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির ১টি মৃত বেলিন প্রজাতির তিমি। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট। শনিবার সকালের দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এটি ভেসে আসে। তিমিটি অর্ধগলিত অবস্থায় রয়েছে এবং সৈকত এলাকায় পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছিলো।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি দেখতে অনেকটাই দৈত্যাকৃতির মতো। এর আগেও ২০১৮ সালে সৈকতে বড় আরো একটি তিমি ভেসে এসেছিলো। তবে ঠিক কি কারণে এসব তিমি মারা যাচ্ছে সেটা বলা যাচ্ছেনা। সৈকতে ভেসে আসা মৃত তিমি ও ডলফিনের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তিনি।

পটুয়াখালী ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি একটি বেলিন।প্রজাতির তিমি। স্তন্যপায়ী এসব প্রাণী মূলত গভীর সাগরের ঠান্ডা জলে থাকতে পছন্দ করে। এরই মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা গবেষণার জন্য এটির নমুনা সংগ্রহ করবে বলে জানিয়েছে। তবে আমরা ইতিমধ্যেই এটির নমুনা সংগ্রহ করেছি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য এটির নমুনা সংগ্রহ করে দুপুরের দিকে এটিকে মাটিচাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner