বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর এলাকায় বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুবরণকারী ওই শিশুর নাম আবু তালহা। সে দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর গ্রামের আ. সামাদের ছেলে।
প্রতিবেশী পিয়ার মোহাম্মদ খান জানায়, রাতে গরমে তেমন ঘুম না হওয়ায় বুধবার অধিকবেলা পর্যন্ত মায়ের সাথে ঘুমিয়ে ছিল শিশু আবু তালহা। মায়ের ঘুম ভাঙার আগেই শিশু আবু তালহা ঘুম থেকে জেগে ওঠে। হাঁটি হাঁটি পায়ে বাড়ির বাইরে এসে পুকুরের পানিতে পড়ে যায় ওই শিশু। পরে ঘুম ভেঙে মা শিশুকে কাছে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির নিকটস্থ পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা।
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার ওই শিশুটিকে পর্যবেক্ষন করে মৃত ঘোষণা করে।
দেওয়ান পলাশ/এমএম