শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক তৈরি করার লক্ষ্যে জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিসিএসআইআর-এর আয়োজনে জয়পুরহাট ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের (উন্নয়ন) যুগ্ন সচিব জাকের হোছাইন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, গালর্স ক্যাডেট কলেজের প্রিন্সিপাল নিশাত কাদেরী, সায়েন্টিফিক অফিসার ড. আনোয়ার আরফীন খান।
এবার মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬২ জন খুদে বিজ্ঞানী ১৮৩টি প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে।
আগামী নিউজ/এএম/এসএম/এনএনআর