1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাগুরায় এবার ব্যারাকের ছাদে কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ১২:৪৭ পিএম মাগুরায় এবার ব্যারাকের ছাদে কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ

মাগুরাঃ জেলায় এবার পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে কনস্টেবল মাহমুদুল হাসানের (২৩) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাইন্সের ব্যারাকের ছাদে এই ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরের এজাজুল হকের ছেলে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরায় আসেন।

মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান বলেন, রাতে ডিউটি থেকে ফিরে মাহমুদুল হাসান সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ব্যারাকের চারতলার ছাদে গিয়ে নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়ি থেকে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী আক্তারের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই উপজেলার বরালিদাহ গ্রামের খন্দকার শফিকুল আজমের মেয়ে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner