1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টাঙ্গাই‌লে মহাসড়‌কে কোথাও যানজট, কোথাও যানবাহন চলাচ‌লে ধীরগ‌তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ১২:১৬ পিএম টাঙ্গাই‌লে মহাসড়‌কে কোথাও যানজট, কোথাও যানবাহন চলাচ‌লে ধীরগ‌তি

টাঙ্গাই‌লঃ মহাসড়‌কের রাবনা বাইপাস থে‌কে এলেঙ্গা পর্যন্ত উত্তরবঙ্গগামী লে‌নে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে সেতুর প‌শ্চিমপাড় গোলচত্বর পর্যন্ত ঢাকাগামী লেনে যানজট র‌য়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর হ‌য়ে ভুঞাপুর-এ‌লেঙ্গা আঞ্চ‌লিক সড়‌ক দি‌য়ে ধীরগ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে। এ‌তে চরম ভোগান্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রী ও চালকরা।

এর আগে বুধবার (০৬ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। 

অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গরুবাহী ট্রাক ব্যতীত যাত্রীবাহি পরিবহনগুলো সেতু গোলচত্বর হয়ে ভুঞাপুর-তারাকান্দি দিয়ে ঘুরে মহাসড়কে প্রবেশ করছে। এতে ওই সড়কেও কিছু কিছু এলাকায় পরিবহনের ধীরগতি রয়েছে।

তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করেছে বলে জানিয়েছেন মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান।

তিনি জানান, রাতের দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত তিনটা গাড়ি বিকল হওয়ায় ওই যানজটের সৃষ্টি হয়। তবে এখন গাড়ি চলাচলে ধীরগতি রয়েছে।

এদিকে, পরিবারের সাথে ঈদ উল আযহা উদযাপনে যে যেভাবে পারছে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। গণপরিবহনের পাশাপাশি জীবনেরর ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপভ্যান, মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষ।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner