1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রি’র দাবিতে সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশিত: জুন ২৬, ২০২২, ০৪:০১ পিএম ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রি’র দাবিতে সড়ক অবরোধ

ঝিনাইদহঃ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন। এতে করে সড়কে চলাচলরত সাধারাণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। যাত্রীদের হেঁটে যাতায়াত করতে দেখা গেছে। 

সজিব নামের এক শিক্ষার্থী জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রী দেয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এএইচএস ডিগ্রী প্রদানের চেষ্টা করছে। এতে আগামীতে শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তারা ডিভিএম ডিগ্রীর দাবি জানিয়েছে।

এ বিষয়ে সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘আমরা সড়ক অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীদের ফেরাতে বারবার আহ্বান জানাচ্ছি। সমস্যা সমাধানে ঊধর্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’

এর আগেও শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণী সম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করেও কোনো কাজ হয়। এ কারণে শিক্ষার্থীরা আবার নতুন করে সড়ক অবরোধ করেন।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner