1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম প্রকাশিত: জুন ১১, ২০২২, ১১:৪৫ এএম কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি

কুড়িগ্রামঃ টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তাসহ সব কটি নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আগামী দুই একদিনের মধ্যে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ধরলার পানি সেতু পয়েন্টে সামান্য কমলেও ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি নুন খাওয়া পয়েন্টে ১৭ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আগামী দুই তিন দিন এই দুই নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পাউবো। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয়ভাবে বৃষ্টিপাত এবং উজানে সীমান্তবর্তী ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতের কারণে জেলায় নদ-নদীর পানি বাড়ছে। আগামী কয়েক দিন ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা থাকলেও কুড়িগ্রামে এই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার পূর্বাভাস নেই। ব্রহ্মপুত্র নদেরও পানি বাড়বে তবে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েক দিনের মধ্যে বন্যারও কোনো পূর্বাভাস নেই।’ 

তিস্তা অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হলেও তা মেরামতে কাজ চলছে জানিয়ে পাউবো নির্বাহী প্রকৌশলী বলেন, ‘জেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নদী ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। প্রচুর পরিমাণ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায়   পূর্ব প্রস্তুতি নেয়া আছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner