1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মধুখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১১, আতঙ্কে এলাকাবাসী

উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর) প্রকাশিত: জুন ৪, ২০২২, ১২:৫৬ পিএম মধুখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১১, আতঙ্কে এলাকাবাসী
প্রতীকী ছবি

ফরিদপুরঃ মধুখালীতে পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ১১ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে (১০টা পর্যন্ত) ফরিদপুরের মধুখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মধুখালী বাজার এলাকায় কুকুরগুলো হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে। ভুক্তভোগী সকলে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশন নিচ্ছেন।

পৌরসভার ২ নং ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রামের ভুক্তভুগী মোঃ রেজাউল শেখের ছেলে মোঃ আব্দুর নূর বলেন, আমি বাজার মসজিদ থেকে মাগরিবের নামাজ পরে বের হয়ে রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ কুকুর এসে পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিন নিয়েছি।

শাহ্ মোঃ কুতুবুজ্জামান বলেন, আমার মা ৮৫ বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে কুকুরে কামর দিয়েছে।

আরেক ভুক্তভোগী মোঃ মুক্তার বলেন, আমি বাজার এরাকায় দাড়ানো ছিলাম। তখন একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি হাসপাতাল থেকে ইনজেকশন নিয়েছি।

মধুখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ বলেন, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়। একমাসে মোট পাঁচ ডোজ ইনজেকশন দিতে হবে।

পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান জানান, হাইকোর্ট থেকে বন্যপ্রাণী আইনে কুকুর নিধনের নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য আপাতত কুকুর নিধন করা যাচ্ছে না।

সালেহীন সোয়াদ সাম্মী/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner