1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ২ লঞ্চকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ০২:৪০ পিএম অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ২ লঞ্চকে জরিমানা

মাদারীপুরঃ জেলার শিবচর বাংলাবাজার ঘাটে অতিরিক্ত যাত্রী তোলায় ও বেশি ভাড়া আদায় করায় দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হাসান।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ঢাকা থেকে ঘরমুখো যাত্রীরা ফিরতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চে যাত্রীদের চাপ বাড়ছে। দুপুরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে বাংলাবাজার ঘাটে অভিযান চালানো হয়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় দুটি লঞ্চকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন তিনি। এ সময় পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম রফিবুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রী সেবা নিশ্চিতে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। সরকারের নির্দেশনা অমান্য করে দুটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছে। তাই জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে আসা দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল থেকেই যাত্রীদের চাপ রয়েছে। যাত্রী চাপ সামাল দিতে বাংলাবাজার ঘাট থেকে আমরা খালি লঞ্চ শিমুলিয়া ঘাটে পাঠাচ্ছি।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner