1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দুপচাঁচিয়ায় ঝকমকে রোদে আগুনরাঙা হয়ে উঠেছে কৃষ্ণচূড়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ১১:০৬ এএম দুপচাঁচিয়ায় ঝকমকে রোদে আগুনরাঙা হয়ে উঠেছে কৃষ্ণচূড়া

বগুড়াঃ প্রকৃতিজুড়ে রোদের তীব্রতা। রোদের তীব্রতায় বেড়েছে অস্বস্তি। কিন্তু এই রোদ'ই কৃষ্ণচূড়ার রূপদ্যূতি কে বাড়িয়েছে বহুগুন। অস্বস্তির রোদের আলো গায়ে মেখে চোখ ধাঁধানো কৃষ্ণচূড়ায় গ্রীষ্মের প্রকৃতি ও পরিবেশ যেন নতুন আবির মেখেছে।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নানা প্রান্তে ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়ার রূপের আগুনে পুড়ছে প্রকৃতি প্রেমিকদের হৃদয়। এমন রূপের আগুনে আরও বেশি পুড়ে যেতে চায় ওই পোড়া হৃদয়গুলো।

শোভা বর্ধনকারী কৃষ্ণচূড়া ফুল গাছ দেশের গ্রামাঞ্চলের পাশাপাশি বর্তমানে দুপচাঁচিয়া উপজেলার পথে প্রান্তরেও শোভা বর্ধন করছে। গ্রীষ্মের এ সময়টায় যখন কৃষ্ণচূড়া ফুল ফোটে, তখন প্রকৃতি যেন তার রূপলাবণ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে। কৃষ্ণচূড়ার অপরূপ রূপে মোহিত হয়ে ওঠে ভাবুক মন।

কৃষ্ণচূড়া আমাদের দেশের গ্রীষ্মের অতি পরিচিত ফুল। দুপচাঁচিয়া উপজেলা সদরের থানা মোড়, মেইল বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামেও কৃষ্ণচূড়ার শাখায় শাখায় এখন লালে লাল হয়ে ফুটে আছে সিঁদুর রাঙা এ ফুল।

কৃষ্ণচূড়া গাছ সম্পর্কে জানা গেছে , কৃষ্ণচূড়ার আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। যার বৈজ্ঞানিক নাম Delonix Regia। আমাদের দেশে দুই ধরনের কৃষ্ণচূড়া ফুল ফুটতে দেখা যায়। একটি হল উজ্জ্বল লাল, অপরটি লাল হলদেটে। তবে আমাদের দেশে লাল কৃষ্ণচূড়া বেশি চোখে পড়ে। বর্তমানে লাল হলদেটে কৃষ্ণচূড়া বেশ বিরল। লাল হলদেটে কৃষ্ণচূড়াকে অনেকে রাধাচূড়া বলে থাকে। কৃষ্ণচূড়া গাছের উচ্চতা খুব বেশি হয় না। সর্বোচ্চ ১১-১২ মিটার পর্যন্ত লম্বা হয়। তবে এর শাখা পল্লব অনেক দূর পর্যন্ত ছড়ানো থাকে।

দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজের কৃষি বিভাগের সহকারি অধ্যাপক দিনেশ চন্দ্র বসাক বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশে কৃষ্ণচূড়া ফুল ফোটে এপ্রিল থেকে জুন পর্যন্ত। কুঁড়ি আসার কিছু দিনের মধ্যে পুরো গাছ ভরে যায় ফুলে ফুলে। কৃষ্ণচূড়া ফুল সাত-আটটি পাপড়িযুক্ত গাঢ় লাল। ফুলের ভেতরের অংশ হালকা হলুদ ও রক্তিম হয়ে থাকে।

উল্লেখ্য, দুপচাঁচিয়া উপজেলার প্রায় সব এলাকাতেই কৃষ্ণচূড়া গাছের শাখায় শাখায় এখন রক্তাক্ত লাল হয়ে ফুটে আছে এ ফুল। শোভা বর্ধনকারী এ বৃক্ষটি দেশের গ্রামীণ জনপদের পাশাপাশি শহরের মানুষের কাছেও সমান গুরুত্ব বহন করে। এ গাছের কাঠ তুলনামূলক কম দামি এবং ভালো কাজে ব্যবহার না হওয়ায় বাণিজ্যিকভাবে এই গাছ রোপণে আগ্রহ অনেক কম। তবে শখের বেলায় এর কদর রয়েছে ঢের। বর্তমানে কমে যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ।

দেওয়ান পলাশ/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner