1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শৈলকুপায় কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০৭:১০ পিএম শৈলকুপায় কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি টাকা ফেরত দিলেন ভ্যানচালক

ঝিনাইদহঃ আনোয়ার হোসেন। পেশায় একজন ভ্যানচালক। অভাবের সংসারে আয়ের একমাত্র হাতিয়ার ভ্যান গাড়ি। ভ্যানে যাত্রীর ফেলে যাওয়া ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকার বান্ডিল পান তিনি। ভুলে যান দারিদ্রতা। নিজের সততার কাছে লাখ টাকার লোভ পরাজিত হয়। যাত্রীর ফেলে যাওয়া পুরো টাকা ঝিনাইদহের শৈলকুপার জনপ্রিয় ইসলামী বক্তা ও প্রভাষক মাওলানা আশরাফ আলী ফারুকীর হাতে তুলে দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভ্যানচালক আনোয়ার হোসেন (৪০)।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে কুড়িয়ে পাওয়া টাকার মালিকের সন্ধান না পাওয়ায় শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলামের কাছে টাকাগুলো হস্তান্তর করেন ভ্যানচালক। আনোয়ার পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত সদর উদ্দীন শেখের ছেলে।

ভ্যানচালক আনোয়ার জানান, সোমবার দুপুরে রুপালী ব্যাংকের সামনে থেকে কবিরপুর যাওয়ার উদ্দেশ্যে তার ভ্যানে হুজুর ফারুকী ওঠেন। পরে মাঝ পথে নেমে যান তিনি। বাড়িতে গিয়ে দেখি ভ্যানের সিটের পেছনে হাতব্যাগ ঝুলানো। খুলে দেখি বান্ডিল ধরা টাকা। পরে টাকার প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় শৈলকুপা থানা পুলিশের স্মরণাপন্ন হয় এবং তাদের উপস্থিতিতে ভুক্তভোগীর ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা ফেরত দেই। তিনি আরো বলেন, টাকাগুলো পেয়ে আমার লোভ হয়নি। বরং টাকার প্রকৃত মালিককে না পেয়ে আমার খারাপ লেগেছে। মালিককে না পেয়ে আমার কাছে টাকাগুলো রাখা নিরাপদ মনে করিনি। তাই দ্রুত থানা পুলিশের স্মরণাপন্ন হই।

প্রভাষক আশরাফ আলী ফারুকী বলেন, ভ্যানচালক আনোয়ার সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভ্যান চালিয়ে অতি কষ্টে তার সংসার চলে। সে ইচ্ছা করলে টাকাগুলো গোঁপন করতে পারতো। তা না করে সে আমাকে টাকাগুলো ফেরত দিয়েছে। একজন দরিদ্র ভ্যানচালকের সততা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এমন সত্যতার পুরস্কার সৃষ্টিকর্তা নিশ্চয় নিজ হাতে দিবেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম আগামী নিউজকে জানান, সোমবার দুপুরে আশরাফ আলী ফারুকী নামে এক কলেজশিক্ষক রূপালী ব্যাংকের শৈলকুপা শাখা থেকে টাকা তুলে আনোয়ারের ভ্যানে কবিরপুর যাচ্ছিলেন। শৈলকুপা সোনালী ব্যাংকের সামনে এসে ভ্যান থেকে নেমে যান। কিন্তু টাকা ভর্তি ব্যাগটি ভ্যানের ওপর রয়ে যায়। ভ্যানচালক আনোয়ার বাড়ি চলে যান। ব্যাগ খুলে টাকা দেখে শহরে এসে টাকার মালিককে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে তিনি শৈলকুপায় থানায় আসেন। এদিকে টাকার মালিকও জিডি করতে থানায় উপস্থিত হন।

বুরহান উদ্দীন/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner