1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হলো আগুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০৮:৩৯ এএম কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হলো আগুন

কক্সবাজারঃ সরকারি কলেজের সামনের হঠাৎ একটি স্থান থেকে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (১৭এপ্রিল) ইফতারের আগে কক্সবাজার সরকারি কলেজের সামনের একটি গর্ত থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন নিভলেও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

স্থানীয়ররা জানান, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হয়। এটি আস্তে আস্তে বড় আকারে পরিণত হয়। পরে ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ারসার্ভিস স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়। মাটির ভেতরে চাপা গাছ থেকে আগুনের উদগীরণ হচ্ছে বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে এ বিষয়ে স্থানীয় জামাল উদ্দীন বলেন, ওই স্থানে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি পুতে রেখে ভরাট করে সড়ক মেরামত করা হয়েছে। এ কারণে আগুন উদগীরণ হতে পারে।

হঠাৎ এভাবে আগুন উদগীরণ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। কেউ বলছেন এটি হয়তো আগ্নেয়গিরির লাভা আবার কেউবা বলছেন গ্যাস থেকে আগুন উদগীরণ হতে পারে।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner