1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল হনুমান পূঁজা

গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৩:০৪ পিএম গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল হনুমান পূঁজা

গোপালগঞ্জঃ জেলার কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল হনুমান পূঁজা। শনিবার (১৬ এপ্রিল) দিনভর নানা আয়োজনে হাজার হাজার ভক্তের পূঁজা-অর্চনা আর নানা ধর্মীয় আচারের মাধ্যমে এই পূঁজা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের সার্বজনীন শ্রী শ্রী হনুমান মন্দিরে এই পূঁজার আয়োজন করা হয়। কান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বিগত কয়েক বছর ধরে এই পূঁজার আয়োজন করে আসছেন। এতে শুধু কান্দি ইউনিয়নবাসীই নয় আশ-পাশের বিভিন্ন গ্রামের হাজারও ভক্তের পদভারে মুখরিত হয়ে ওঠে মন্ডপ প্রাঙ্গন।

পূঁজা উপলক্ষে আয়োজক উত্তম কুমার বাড়ৈ হনুমান ভক্ত ৩৫০ জন নারকে শাড়ী ও ১ হাজার পুরুষের মাঝে ও গেঞ্জি বিতরণ করেন। পরে রাতে অনুষ্ঠিত হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, জেলা পরিষদের নারী সদস্য রিনা মন্ডল, এলাকার বয়জ্যেষ্ঠ গৌরঙ্গলাল রায়, শ্রীবাস গাইন, নির্মল মন্ডল, সজল বালা, সূর্যকান্ত মন্ডল, লিপিকা বাড়ই, ও সন্ধ্যা মন্ডল। প্রতি বছরের ন্যায় এবারও ধুমধামের সাথে এই হনুমান পূঁজা অনুষ্ঠিত হলো।

সৈয়দ আকবর হোসেন/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner