1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পদ্মায় বরশিতে ধরা পড়লো সাড়ে ৯ কেজির বোয়াল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০১:১২ পিএম পদ্মায় বরশিতে ধরা পড়লো সাড়ে ৯ কেজির বোয়াল

রাজবাড়ীঃ জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর ফেরি ঘাট এলাকায় হাজারি বরশিতে সাড়ে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। সোমবার (১১ এপ্রিল) ভোররাতে সৌখিন মৎস্য শিকারী ধাওয়া পাড়া ঘাট এলাকার কোরবান সরদারের বরশিতে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সকালে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট করে ১৭ হাজার ১শ টাকায় বোয়াল মাছটি কিনে নেন।

মৎস্য শিকারী কোরবান সরদার বলেন, সোমবার ভোররাতে পদ্মা নদীতে শখ করে  কয়েকজন মিলে মাছ শিকারে বের হই। ভোর ৫ টার দিকে বরশিতে একটি ঝাকি দিলে বুঝতে পারেন যে বড় কোন মাছ ধরা পড়েছে। পরে বরশি টেনে তুলতেই তারা দেখতে পান বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, বোয়াল মাছটি সকালে দৌলতদিয়া দুলাল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের( ডাকে) মাধ্যমে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ১০০ টাকা দিয়ে কিনে নেই। পরে মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলেই বিক্রি করবো বলে জানান তিনি।

গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা টিপু সুলতান জানান, বর্তমানে পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় বড় সাইজের মাছ খুব কম ধরা পড়ছে। এছাড়া পদ্মা নদীর পানিতে থাকা বড় বড় মাছ খেতে খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই এ মাছগুলো কিনে নেন। বড় মাছ জালে বা বরশিতে ধরা পড়লেও জেলেরা অনেক খুশি হয়।

আবুল হোসেন/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner