1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত এসআই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ১১:৪৮ এএম আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত এসআই

মাদারীপুরঃ জেলার কালকিনি উপজেলায় হত্যা মামলার আসামি লাট্টু ব্যাপারীকে ধরতে গিয়ে আসামির ছেলের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক পলাশ কুমার সাহা। এ ঘটনায় ৪ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (১০ এপ্রিল) রাতে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন। এ সময় আসামি লাট্টু বেপারী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আসামির ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, হামলার সময় আসামি পক্ষের অনেক লোক ছিলো। আমরা ৪ জনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তাদের আটক করতে পারিনি। তাদের ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner