1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মেডিকেলে ভর্তি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য

উত্তরাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৩:৪৬ পিএম মেডিকেলে ভর্তি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য

নীলফামারীঃ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খেতাব পেতে যাচ্ছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এবারের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় ফল বয়ে এনেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

উত্তরাঞ্চলে মেধাবী শিক্ষার্থী গড়ার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের খ্যাতি দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে প্রবাসী বাঙ্গালীর পরিবারের চায়ের টেবিলে আলোচনার শিরোনাম হয়েছে।

১লা এপ্রিল মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হলে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা দৃষ্টি মেলে ধরে ফলাফল শীটে। চোখের আয়নায় ভেসে ওঠে অংশীজনদের ফলাফলের তিলক। এক, দুই করে গুণতে গুণতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩৯ জন শিক্ষার্থীর নাম চাউর হয়ে যায়।

এর মধ্যে ঢাকা মেডিকেলে ১ জন, সোহরাওয়ার্দী মেডিকেলে ৪ জন, রংপুর মেডিকেলে ৫ জন, বগুড়ার জিয়াউর রহমান মেডিকেলে ৬ জন, সলিমুল্লাহ মেডিকেলে ১ জন, সাতক্ষীরা মেডিকেলে ১ জন, পাবনা মেডিকেলে ১ জন, বরিশালের শের-ই বাংলা মেডিকেলে ১ জন, ঢাকার মুগদা মেডিকেলে ১ জন, কুষ্টিয়া মেডিকেলে ৩ জন, চট্টগ্রাম মেডিকেলে ১ জন, পটুয়াখালী মেডিকেলে ১ জন, ফরিদপুর মেডিকেলে ১ জন, জামালপুর মেডিকেলে ১ জন, ময়মনসিংহ মেডিকেলে ২ জন, নীলফামারী মেডিকেলে ৩ জন, দিনাজপুর মেডিকেলে ৩ জন, সিলেট মেডিকেলে ২ জন, কুমিল্লা মেডিকেলে ১ জন শিক্ষার্থী চিকিৎসা বিজ্ঞানে অধ্যায়ন করার সুযোগ পেয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের দেয়া তথ্য মতে, এইচএসসি পরীক্ষায় ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ২৪৯ জন। এ গ্রেড পায় ১৬ জন, তিনজন পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় পাশের হার দাঁড়ায় ৯৯ ভাগ।

এদিকে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা শেষ হলেও প্রকৌশল, কৃষি ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অবশিষ্ট রয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মতে তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকলের মান বলতে গেলে কাছাকাছি। এজন্য অন্য শিক্ষার্থীরাও প্রকৌশল, কৃষি ও দেশের সেরা বিদ্যাপীঠগুলোতে পড়ার সুযোগ পাবে।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া বিষয়ে মন্তব্য জানতে কথা হয় একাধিক অভিভাবকের সঙ্গে। তারা আনন্দের সঙ্গে জানান, কোন শিক্ষার্থী যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল শাখায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে পড়ার সুযোগ পায় তাহলে অভিভাবকরা ধরেই নেয় তার সন্তান আগামী দিনে উচ্চ শিক্ষা গ্রহণে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে। এজন্য উত্তরাঞ্চলের অভিভাবকরা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজকে মেধাবী শিক্ষার্থী তৈরীর ইন্ডাস্ট্রি হিসাবে আখ্যা দিয়েছেন।

কথা হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সঙ্গে। তিনি জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ের ফলেই আশাতীত ফল বয়ে আনছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জিকরুল হক/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner