1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৪:২৯ পিএম গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু

গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জে পেটের দায়ে ফার্ণিচারের দোকানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান বাবু নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, পাশ্ববর্তী পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে রায়হান বাবু (১১) পরিবারের অস্বচ্ছলতার কারণে কোমরপুর বাজারের কল্যাণ স্টিল এন্ড অটোবি ফার্ণিচারে কাজ করত। সোমবার সকালে ফার্ণিচার দোকানের চালে জমে থাকা গাছের শুকনো পাতা পরিস্কারের জন্য দোকানের মালিক আব্দুস সালাম চালে উঠিয়ে দেয়। এসময় ঘরের চাল আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত রায়হান বাবু হাঁসবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানাগেছে।

নিহত শিশু রায়হান বাবুর মা রাহেনা বেগম অভিযোগ করেছেন, প্রথমে সে দোকানের চালে উঠতে অপারগতা প্রকাশ করলে দোকানের মালিক তৌহিদুল ইসলাম তাকে ধমক দিয়ে দোকানে চালে উঠতে বাধ্য করেন। তিনি আহাজারী করে বলেন, ধমক দিয়ে ছেলেকে দোকানের চালে উঠতে বাধ্য করা না হলে আমার ছেলেটা এখনও বেঁচে থাকতো।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজ দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিক সাহা/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner