1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সুন্দরবনে বাঘের সাথে মহিষের লড়াই

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ১১:০১ এএম সুন্দরবনে বাঘের সাথে মহিষের লড়াই

বাগেরহাটঃ প্রবাদ বাক্যে নয়, এবার সুন্দরবনের বাঘের সাথে গৃহস্থের মহিষের সত্যি সত্যি লড়াইয়ের ঘটনা ঘটেছে। এতে মহিষ টি মারাত্মক আহত হয়ে লোকালয়ে ফিরে এসেছে। বাঘটির ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানী টহল ফাঁড়ি এলাকার বনাঞ্চলে ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছে। তবে, ক্ষতি পোষাতে মহিষটির মালিক আহত মহিষ টি জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে দিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে।

মহিষটির মালিক শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের সোবাহান হাওলাদার জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় তাদের গ্রামের অনেক মহিষ ঘাস খেতে সুন্দরবনে যায়। সময় মত তার মহিষ টি লোকালয় ফিরে না আসায় খুজতে গিয়ে বাঘের আক্রমনে মারাত্মক আহত অবস্থায় বন থেকে মহিষ টি উদ্ধার করা হয়। বাঘের আক্রমনে পড়ে বাঘের সাথে লড়াই করে মহিষটি জীবন বাঁচিয়েছে বলে তার ধারনা।

তিনি আরো বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হয় বাঘটি পেছন দিক থেকে মহিষটিকে আক্রমন করেছিল। পিছনের দুটি পায়ে বাঘের নক ও দাতের আঘাতের চিহ্ন রয়েছে। দাসের ভাড়ানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, সুন্দরবনের বাঘের সাথে গৃহস্থের মহিষের লড়াইয়ের ঘটনা শুনেছেন বলে জানান।

তিনি বলেন, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় লোকালয় থেকে সহজেই গরু মহিষ সুন্দরবনে ঢুকে পড়ে। যার ফলে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে। তিনি এ ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

মো.নাজমুল ইসলাম/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner