1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শরীয়তপুরে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল সর্মথনে মিছিল

শরিয়তপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১২:৩৩ পিএম শরীয়তপুরে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল সর্মথনে মিছিল

শরীয়তপুরঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের সমর্থনে মিছিল হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৭টায় জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে মিছিল টি। মিছিল শেষে পথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মিছিলে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সহকারী সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান রোকন, জেলা সিপিবির সদস্য নজরুল ইসলাম রিপন, সোনাই সিকদার, ছাত্র ইউনিয়ন সভাপতি সাইফ রুদাদ সহ প্রমুখ।

পথ সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সহকারী সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান রোকন বলেন, দেশে তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি সহ নিত্য দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশর প্রধানমন্ত্রী এগুলো জানা সত্যেও কোন ব্যবস্থা নিচ্ছে না। পত্র পত্রিকায় দেখেছি বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, পাচার হয়েছে কিন্তু ব্যবস্থা নেয় নি। বাংলাদেশ আজ বাংলাদেশ নাই ওই লুটেরা, ওই ধনী শ্রেনীর দূর্নীতি বাজ লুট রাষ্ট্র বানীয়েছে। আমরা চাই জনগণের দাবী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে মানুষের হাতের নাগালের চলে আসুক। এতে করে মানুষ খেয়ে পড়ে বাচতে পারবে।

বক্তারা আরোও বলেন, মানুষের জীবন বাচানোর দাবীতে আজ বাম গণতান্ত্রিক জোটের হারতাল ডেকেছে। শান্তীপূর্ণ হরতাল পালিত করা হচ্ছে। আমাদের দাবী একটা ই দ্রব্য মূল্যের দাম কমানো এছাড়া কিছু না। সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করতে কাজ করে চলছে। এর বিরুদ্ধে জনগণের রায় দিতে হবে।

মোঃ জামাল হোসেন/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner