1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টানা ৩ দিন ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকদের ভীড়, হোটেল-কটেজ স্বল্পতায় রাত্রিযাপনে ব্যাহত

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৩:৩৮ পিএম টানা ৩ দিন ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকদের ভীড়, হোটেল-কটেজ স্বল্পতায় রাত্রিযাপনে ব্যাহত

রাঙ্গামাটিঃ ১৭ মার্চ জাতির জনক শেখ মুজিবের জন্মদিন, ১৮ মার্চ শুক্রবার ও ১৯ মার্চ শবেই বরাতের দিনসহ টানা তিনদিনের ছুটিতে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় শততম ফুট উচ্চতায় অবস্থিত রাঙ্গামাটির সাজেক ভ্যালীর খ্যাত সাজেক পর্যটন কেন্দ্রের শতাধিক রিসোর্ট ও কোটেজ এক সপ্তাহ আগে থেকেই বুকিং হয়ে গেছে সবক’টি। নতুন করে ঘুরতে আসা অগ্রিম বুকিং না করেই সাজেকে ঘুরতে আসা ও বেড়াতে আসা শতশত পর্যটক রাত্রি যাপনের জন্য থাকার রুম না পেয়ে পড়েছেন বিপাকে। অনেকে বাড়তি টাকায় তাবু টানিয়ে রাত্রিযাপন করছেন। ইউপিডিএফের কর্মীর মৃত্যুতে অনির্দিষ্ট অবরোধ ডাকা সত্ত্বেও তা উপেক্ষা না করেই শতশত গাড়ীতে অবস্থান করে সাজেক ভ্যালীতে হাজারো পর্যটকরা ঘুরাঘুরি করছেন সাজেকে।

সাজেক অঞ্চলের সেনাবাহিনীর বাঘাইহাট ৬ বেঙ্গল জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী (পিএসসি) বলেন, সাজেকে নিরাপত্তা বাহিনীর কড়া নজদারী রয়েছে তা যেন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। আমরা নিয়মিত টহলের পাশাপাশি দুই বার স্কট দিয়ে থাকি। কঠোর নিরাপত্তার কারণেই সাজেক পর্যটকদের আনাগোনা বেশিই।

অপরদিকে সাজেক বাঘাইহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাজেকের রিসোর্টের মালিকরা বলেছেন, টানা ৩ দিন ছুটি থাকার কারণে গতকাল থেকে আগামী তিনদিন শনিবার পর্যন্ত সাজেকের প্রায় শতের অধিক রিসোর্ট ও কটেজ সম্পুর্ন বুকিং রয়েছে। এখন আর নতুন করে কাউকে রুম দিতে পারছেন না। তাই অনেকে রুম চেয়েও পাচ্ছেন না।

অন্যদিকে রাঙ্গামাটিতে পর্যটন শহরে ঘুরতে আসা পর্যটকরা বিভিন্ন হোটেল মোটেলে সিট বা রুম না পাওয়ায় ফিরে যাচ্ছেন বলেও জানাগেছে। টানা ৩ দিন ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের মুখরিত পুরো রাঙ্গামাটি শহরটি। পর্যটকদের কারনে শহরের সিএনজি চালিত চালকরা ব্যস্ত সময় পার করছেন।  

সাজেক ও রাঙামাটি শহরের বাড়তি পর্যটকদের চাপ সামলাতে হিমশিম হতে হচ্ছে পুরো শহরবাসি। তবে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাস্তাঘাট, হাটবাজার, পর্যটন আরোহী যানচলাচলের ব্যাঘাতসহ পর্যটকরা হয়রানি না হয়, সেদিকে সবসময় নজরদারী রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানানগেছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউটন চাকমা/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner