ঢাকাঃ সাভারের আশুলিয়ায় 'এসএআর ইন্টারন্যাশনাল ক্লথিং' কোম্পানীর ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে আব্দুল কাইয়ুম খান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি আগামীনিউজকে নিশ্চিত করেন আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান।
এর আগে গত রবিবার (২০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার গাজিরচট আরিয়ারার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন- আশুলিয়ার দক্ষিন গাজিরচট আরিয়ারার মোড় এলাকার আমিন মাদবরের ছেলে রাজু (২৭), শাহাজ উদ্দিনের ছেলে সবুজ (২৫), মৃত ইয়াকুব আলীর ছেলে আল ইসলাম (৩০), মৃত সোনা মিয়ার ছেলে আরাফাত (৩৩), আলফাজ উদ্দিনের ছেলে সেলিম (২৫), আমিন মাদবরের ছেলে হাসান (২৩), মৃত শাহিনের ছেলে সিজান (২৮), ইউসুফ মল্লিকের ছেলে মারুফ (২০), মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুল আলিম (৩৫), শাহাদত উদ্দিনের ছেলে সোহাগ (২০), মৃত সোনা মিয়ার ছেলে রহিম (৪০) ও নুর আলম (২৮)।
মামলার বাদি আব্দুল কাইয়ুম খান আশুলিয়ার গাজিরচট দুদু মার্কেট এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুল কাইয়ুম নামের ওই ব্যক্তি সকালে আশুলিয়ার গাজিরচট আরিয়ারার মোড় এলাকার এসএআর ইন্টারন্যাশনাল ক্লথিং নামের একটি কোম্পানীতে থেকে ঝুটের মালামাল নামিয়ে গাড়িতে লোড করার সময় সবুজ ও আমিন মাদবরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এ সময় লোহার রোড লাঠি সোটা ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত সোহাগ, রায়হান ও আনোয়ারকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান আগামীনিউজকে বলেন, আশুলিয়ার গাজিরচট আরিয়ারার মোড় এলাকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আগামীনিউজ/এমবুইউ