1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রামপালে পুলিশের দেয়া ঘর উপহার পাচ্ছেন গৃহহীন ফরিদা বেগম

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৮:২৫ এএম রামপালে পুলিশের দেয়া ঘর উপহার পাচ্ছেন গৃহহীন ফরিদা বেগম

বাগেরহাটঃ জেলার রামপাল উপজেলার স্বামী পরিত্যাক্ত ফরিদা বেগম পেতে চলেছেন মাথাগোঁজার ঠিকানা। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের উদ্যোগে মুজিববর্ষে ভূমিহীন দরিদ্রদের গৃহনির্মাণ কর্মসূচির আওতায় নান্দনিক এ ঘর পাচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পেড়িখালি ইউনিয়নের বড়দিয়া গ্রামের লতিফ এর স্ত্রী ফরিদা বেগমের স্বামী বেশ কয়েক বছর আগেই তাকে ছেড়ে চলে গেছেন৷ তার পিতা শেখ শাহাজান আলীও ছিলেন একজন ভূমিহীন৷ এক মেয়েকে নিয়ে তিনি দীর্ঘদিন সরকারী খাস জায়গাতে কোনওমতে ঘর বেঁধে বসবাস করতেন৷ অভাব-অনটনের সংসারে মেয়ের পড়ালেখা করাতে পারেননি। পরে খুব অল্প বয়সেই মেয়ের বিয়ে দিয়ে দেন৷ বাস্তুহারা ফরিদা যখন অন্ধকার দেখছিলেন ঠিক তখনই আলোর রোশনাই জ্বেলে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মুজিববর্ষের অঙ্গীকারে পুলিশের উদ্যোগ পাল্টে দিয়েছে তাঁর জীবন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দীন জানান, মাননীয় আইজিপি স্যার বাংলাদেশের প্রত্যেকটি থানায় হতদরিদ্রদের মাঝে জায়গাসহ ঘর উপহার দিচ্ছেন৷ তারই ধারাবাহিকতায় আমরা বাগেরহাট জেলা পুলিশ সুপার স্যার এর নির্দেশনা অনুযায়ী রামপালের ফরিদার জন্য জায়গাসহ ঘর তৈরী করছি। ঘর তৈরীর কাজ প্রায় শেষের পথে।

মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সারাদেশে এই ঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি ড. বেনজীর আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার কথা রয়েছে।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner