পঞ্চগড়ঃ জেলার বোদা উপজেলায় দেশীয় অস্ত্র ও ট্রাক নিয়ে ডাকাতি করতে আসা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। এসময় তাদের আটক করলেও ডাকাত দলের অপর ৬ সদস্য পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডাকাত দলের দুই সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বোদা থানার (ওসি) আবু সাঈদ চৌধুরী।
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা বাজার থেকে টুনিরহাটগামী রাস্তার উপর আমতলা এলাকায় তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাত দলের দুই সদস্য হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার অনন্তপুর মোকামতলা এলাকার মালেকের ছেলে ফারুক (২১) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাপমাড়া ইউনিয়নের ঝিড়াই এলাকার হাফিজুর রহমানের ছেলে সোহেল (২০)।
পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বোদা উপজেলার আমতলা এলাকায় দেশীয় অস্ত্রসহ একটি ৬ চাকা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৮৪৩৪) নিয়ে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয় ডাকাত দলের ৮ জন সদস্য। একসময় ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিতে গেলে টহলরত পুলিশের নজরে আসে ট্রাকটি।
পুলিশ তাদের কাছে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশের ধাওয়ায় ৬ ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত দলের সদস্য ফারুক ও সোহেলকে আটক হয়। বাকী ডাকাত দলের সদস্যদের আটকের জন্য পুলিশ তদন্ত করতে থাকে। আটক দুইজনের পাশাপাশি দুইটি লোহার তৈরী হাতলযুক্ত হাসুয়া, একটি লোহার তৈরি শাবল, ৪টি লোহার রড, ৬ টুকরো লাইলনের রশি, একটি ৬ চাকার ট্রাক, তিনটি মোবাইল জব্দ করা হয়।
বোদা থানার (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, তাদের ৮ জনের ডাকাতির উদ্দেশ্য অনেক বড় ছিলো। দুইজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে আরো ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এর আগে বৃহস্পতিবার রাতে অপর অপরাধীদের আটকের চেষ্টার অভিযান পরিচালনায় থানায় মামলা দায়ের করতে একটু সময় লেগেছে।
আটক দুইজনসহ অপর ৬ জন ডাকাত পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আগামীনিউজ/এমবুইউ