1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে মামা-ভাগ্নে আহত, থানায় মামলা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০২:৪৮ পিএম ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে মামা-ভাগ্নে আহত, থানায় মামলা

নওগাঁঃ ধামইরহাটে জমি সংক্রান্ত সংঘর্ষে ২ জন আহত হয়েছে। জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা সদরের মৃত আব্দুল গনি সরকারের ছেলে মো. আমজাদ হোসেন (৬৫) তার ক্রয়কৃত আবাদী জমি উমার ইউনিয়নের কৈগ্রাম উত্তর মাঠে বোরো ধান রোপনের জন্য জমি চাষ করতে যায়। এ সময় বিক্রিতকৃত জমি নিজের দাবী করে কৈগ্রাম গ্রামের ফেরদৌস হোসেন (৫৫) সহ আরও ৪-৫ জন অতর্কিত হামলা চালায় আমজাদ হোসেনের উপর। এতে আমজাদ হোসেনের মাথায় ধারালো হাসুয়া দিয়ে কোপ দেওয়ায় গভির ক্ষতের সৃষ্টির ফলে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। এছাড়া ফেরদৌস হোসেনের ভাগ্নে ওই গ্রামের আঃ গফুর (বলাই) এর ছেলে রনি (৩২) প্রতিপক্ষের হামলায় আহত হয়।

এব্যাপারে আমজাদ হোসেন বলেন, প্রায় ১১ বছর আগে উপজেলার কৈগ্রাম মাঠে তিনি ফেরদৌস হোসেনের নিকট থেকে ৪৪ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘ প্রায় ১১ বছর যাবৎ জমি দখলে রেখে চাষাবাদ করে আসছি। হঠাৎ করে ফেরদৌস হোসেন বিক্রি জমি নিজের দাবী করে আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় একটি মামলা দায়েরের কথা জানান আহতদের স্বজনরা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা জানান, এখনো কোন অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner