1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জন্মনিবন্ধন ফরম ইংরেজি করতে লাগে ৩০০ টাকা 

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১০:৫৬ পিএম জন্মনিবন্ধন ফরম ইংরেজি করতে লাগে  ৩০০ টাকা 
ছবিঃ আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার  কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে অনলাইনে জন্মনিবন্ধন ফরম বাংলা ভার্ষণ থেকে ইংরেজি ভার্ষণ করে দিতে নেয়া হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা। এ সেবা কেন্দ্রের অপারেটর মো: শাহ আলম প্রকাশ্যে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে এ টাকা আদায় করছে। সোমবার সকাল থেকে দিনভর কয়েকশো শিক্ষার্থী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে ভীড় করে জন্মনিবন্ধন ফরম ইংরেজি ভার্ষণ করতে। গনমাধ্যমের উপস্থিতি টের পেয়ে তড়িঘরি করে সেবাকেন্দ্র তালাবদ্ধ করে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে কলাপাড়ায় না থাকার সুযোগে এ টাকা আদায় করছেন বলে উপস্থিত শিক্ষার্থীদের। 

নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের  প্রভাষ সরকার এ প্রতিবেদককে জানায়, তিনশ টাকা দিয়ে তার ছেলের জন্মনিবন্ধন ইংরেজি ভার্ষণ করেছেন। সবাইকেই টাকা দিতে হয়েছে। এসময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, তারা সকাল থেকে অফিসের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তুচাহিদা মতো টাকা দিতে না পারায় তাদের কাগজ নিচ্ছেন না।

তথ্য সূত্রে জানা যায়, চাকামইয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা মো: শাহ আলম ডেপুটেশনে কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে কর্মরত, পর্যাক্রমে এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিনিধিকে বলেন, আমার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট, সরকারি নিয়ম অনুযায়ীই তিনি টাকা নিচ্ছেন। অনেককে ফ্রি করে দিয়েছেন, ৩০০/৫০০টাকা তিনি কারো কাছ থেকে নেননা, সেবার বিনিময়ে নামেমাত্র কিছু নেন বলে তিনি স্বীকার করেন।

এবিষয়ে  কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক গনমাধ্যমকে বলেন, সরকারি নিয়মের বাইরে টাকা নেয়ার কথা নয়। বিষয়টি জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner