1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শক্তিমান চাকমা হত্যা: শপথ গ্রহন শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৭:০৩ পিএম শক্তিমান চাকমা হত্যা:  শপথ গ্রহন শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

রাঙামাটি: গত ২৬ ডিসেম্বর তফশীল অনুযায়ী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়ে যাওয়া নির্বাচিত প্রার্থী রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ (তিন) জন ও রাঙামাটির সদর ইউনিয়ন কুতুকছড়ি ইউনিয়নের ১ জন সহচার  জনকে নানিয়ারচর উপজেলার উপজেলার চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার অভিযুক্ত আসামি রাঙামাটিতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ গ্রহন শেষ হওয়ার পর পরই গ্রেফতার করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে দুই উপজেলার চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন কুসুম চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ৪ ইউপি চেয়ারম্যানরা তারা সকলেই রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। দুই উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের ব্যাপারে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রাঙামাটি পুলিশ সুপার মীর মোদাদছছের হোসেন জানান, গ্রেফতার চার ইউপি চেয়ারম্যান নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অভিযুক্ত আসামি।

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner