1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দেবীগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দেবীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১১:০৬ এএম দেবীগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ঃ  জেলার দেবীগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘নিস্তার পাবেন না’ বলে হুমকি দিয়েছেন আজগর আলী নামে এক নবনির্বাচিত ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান।

গত ৭ জানুয়ারি (শুক্রবার) তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ (ফেসবুক) গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।  ৮নং দন্ডপাল  ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আজগড় আলীসহ ৯ জনের এবং অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্দে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল  মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধায় মামলা হওয়ার বিষয়টি সাংবাদিকদের কে  নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন। গত সোমবার (৯ জানুয়ারি) রাতে দন্ডপাল ইউনিয়নের বিনয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা মামুনুর রশিদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।  মামলার এজাহার ও থানা পুলিশ সুত্রে জানা যায়, আসামীরা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে প্রবেশ করে সরকারী কাজে বাধা প্রদান করেন। এবং কি ভোট গণনা চলা অবস্থায় কেন্দ্র থেকে নির্বাচনী ব্যালট বক্স ছিনতাই করার চেষ্টা করলে তাতে সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার এবং ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা আসামীদের বাধা প্রদান করেন।  এসময় আসামীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার উদ্দেশ্যে কিলঘুষি মেরে সকলকে অবরুদ্ধ করে।  পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে গিয়ে তাদের উদ্ধার করেন।

এছাড়াও নৌকা প্রতিককের চেয়ারম্যান প্রার্থী আজগর আলী বিজয়ী হলেও মামলার বাদীসহ প্রশাসনের কর্মকর্তাদের প্রকাশ্যে গালীগালাজ ও হুমকি প্রদর্শন করতে থাকেন।  তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন আজগর আলীকে বৈমাত্রেয় ভাব দেখিয়ে আমাদের ছেলে-পেলেদের পিটিয়েছে, এর হাড়ভাঙ্গা জবাব আমি দিবো ইনশাল্লাহ বলে হুমকি দেন।  ইউএনও মহোদয় আপনি জেনে রাখবেন, আপনিও নিস্তার পাবেন না। আপনাকে খাগড়াছড়ি-বান্দরবানে আমি পাঠিয়ে ছাড়বো।  এছাড়া প্রশাসনের কুত্তারা'সহ বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে হুমকি প্রদর্শণ করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন সন্ধ্যায় সময় নিউজকে  বলেন, এ ঘটনার বিবরণ দিয়ে বাদী মামুনুর রশিদ থানায় একটি মামলা করেছেন। মামলা এন্ট্রি হওয়ার পর থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারী ৫ম ধাপের নির্বাচনে জয়ের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসানকে উল্লেখ্য করে নৌকার জয়ী প্রার্থী আজগর আলী হুমকি দিয়ে একটি বক্তব্য দেন। 

যেটি পরবর্তীতে গণমাধ্যমসহ ফেসবুকে ছড়িয়ে পড়ে। বক্তব্যটি  তুলে ধরা হলো ‘ইউএনও মহোদয় আপনি জেনে রাখুন; আপনি নিস্তার পাবেন না রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের রোষানোল থেকে। আপনার প্রশাসনের কুত্তারা নির্বাচনে যেভাবে আজগর আলীর বিপক্ষে অবস্থান নিয়ে যে ষড়যন্ত্র করেছিলেন তা আংশিক হলেও আমরা রক্ষা করতে পেরেছি। আর বাদ বাকিটা জনগণই হাড়ে হাড়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে।

আজগর আলী  ৮নং দন্ডপাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। বৃহস্পতিবার ৬ জানুয়ারী দুপুরে দন্ডপাল ইউনিয়নের আজগড় আলীর গ্রামের বাড়ি শান্তিনগড় এলাকায় একটি আনন্দ সভায়  বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেছেন।  এর পর থেকে তার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner