1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দৌলতদিয়া-পাটুরিয়া ৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ১১:৪০ এএম দৌলতদিয়া-পাটুরিয়া ৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
ছবিঃ সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ৪ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারো শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন।

এর আগে বুধবার (৫জানুয়ারি) ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সে সময় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সারি দেখা যায়।

সোহাগ পরিবহনের যাত্রী আয়নাল হোসেন বলেন, ‘রাত ৪টার দিকে ফেরি বন্ধ হওয়ার পর থেকে বসে আছি। রাতে ঘুমাতে পারিনি। প্রচণ্ড শীত লেগেছে।’

অপর যাত্রী ইকরাম শেখ বলেন, ‘ছোট শিশুকে নিয়ে ঢাকায় ফিরছি। সকালে অফিসে যাওয়ার কথা ছিলো। কিন্তু কুয়াশায় ফেরি বন্ধ থাকায় এখনো বসে আছি। বাচ্ছাকে নিয়ে সারা রাত খুবই কষ্ট হয়েছে।’

ট্রাক চালক রায়হান বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে গোয়ালন্দ মোড়ে আটকে আছি। দুই দিনেও ফেরিতে উঠতে পারি নাই। ঘাটের যা পরিস্থিতি আগামী চার দিনেও ফেরিতে উঠতে পারবো কি না জানি না।’

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যে কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। কুয়াশা কেটে গেলে সকাল আটটার সময় আবারো ফেরি চলাচল শুরু করে।’

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner