1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দুপচাঁচিয়ায় ভোট প্রদানের অপেক্ষায় ১ লাখ ৫ হাজার ভোটার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৪:৪৪ পিএম দুপচাঁচিয়ায় ভোট প্রদানের অপেক্ষায় ১ লাখ ৫ হাজার ভোটার
ছবিঃ আগামীনিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় ৫ জানুয়ারী (বুধবার) অনুষ্ঠিতব্য ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মেম্বার নির্বাচিত করার জন্য ভোট প্রদানের অপেক্ষায় রয়েছে ১লাখ ৫ হাজার ৩৫৮ জন ভোটার।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ২৬ হাজার ৭ শত ৪৭ জন ভোটার। তন্মধ্য ১ নং ওয়ার্ডের আমশট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২,৮৩৪ জন ভোটার, ২ নং ওয়ার্ডের ধারশুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২,৫৯৯ জন ভোটার,৩ নং ওয়ার্ডের অাশুঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পশ্চিম পাশের ভবনে ১,৬৫৭ এবং দক্ষিন পাশের ভবনে ১,৬৬৫ জন ভোটার, ৪ নং ওয়ার্ডের বেলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩,২৬২ জন ভোটার, ৫ নং ওয়ার্ডের খিহালী উত্তর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২,৬২২ জন, ৬ নং ওয়ার্ডের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১,৯১৪ জন ভোটার এবং গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১,৮৭০ জন ভোটার, ৭ নং ওয়ার্ডের মোড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২,৭৭২ জন ভোটার, ৮ নং ওয়ার্ডের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭৪৫ জন ভোটার এবং ৯ নং ওয়ার্ডের  আলতাফনগর-খিহালী মোহাম্মাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২,৮০৭ জন ভোটার রয়েছে।

গুনাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদান করবে ২২ হাজার ৬ শত ৯৪ জন ভোটার। তন্মধ্য ১ নং ওয়ার্ডের বড় নিলাহালী স:প্রা:বি: কেন্দ্রে ২,৭৯৬ জন ভোটার, ২ নং ওয়ার্ডের তালুচ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  ২,৬২৯ জন ভোটার, ৩ নং ওয়ার্ডের পিয়ারপুর স:প্রা:বি: কেন্দ্রে ২,৮৮৭ জন ভোটার, ৪ নং ওয়ার্ডের গুনাহার স:প্রা:বি: কেন্দ্রে ২,২০৫ জন ভোটার, ৫ নং ওয়ার্ডের পুকুরগাছা স:প্রা:বি: কোন্দ্রে ২,৬৩৫ জন ভোটার, ৬ নং ওয়ার্ডের কেউত স:প্রা:বি: কেন্দ্রে ২,৩২৬ জন ভোটার, ৭ নং ওয়ার্ডের উনাহত সিংড়া আলিম মাদরাসা কেন্দ্রে ২,১৭৫ জন ভোটার,৮ নং ওয়ার্ডের পোওতা স:প্রা:বি: কেন্দ্রে ২,১৮০ এবং ৯ নং ওয়ার্ডের পাওগাছা স:প্রা:বি: কেন্দ্রে ২,৮৬১ জন ভোটার রয়েছে।

দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদান করবে ১৫ হাজার ৪ শত ১৭ জন ভোটার। তন্মধ্য ১ নং ওয়ার্ডের খোলাশ স:প্রা: বি: কেন্দ্রে ১,২৪৬ জন ভোটার, ২ নং ওয়ার্ডের ধাপসুলতানগঞ্জ স:প্রা:বি: কেন্দ্রে ১,৬৭৫ জন ভোটার,৩ নং ওয়ার্ডের ইসলামপুর স:প্রা:বি: কেন্দ্রে ১,৯৭৫ জন ভোটার, ৪ নং ওয়ার্ডের করমজি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২,০২৫ জন ভোটার, ৫ নং ওয়ার্ডের কামারগ্রাম মাদরাসা কেন্দ্রে ১,৪৫৪ জন ভোটার, ৬ নং ওয়ার্ডের হাটসাজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১,৭০৭ জন, ৭ নং ওয়ার্ডের তারাজুন মাদরাসা ১,৮৪৪ জন ভোটার, ৮ নং ওয়ার্ডের মাসিন্দা স:প্রা: বি: কেন্দ্রে ১,৪৩০ এবং ৯ নং ওয়ার্ডের পশ্চিম আলোহালী মাদরাসা কেন্দ্রে ২,০৬১ জন ভোটার রয়েছে।

চামরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ২৩ হাজার ২ শত ৭৪ জন ভোটার। তন্মধ্য ১ নং ওয়ার্ডের চামরুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২,৬৭১, ২ নং ওয়ার্ডের জোহাল মাটাই মাদরাসা কেন্দ্রে ২,৩৮৫ জন ভোটার , ৩ নং ওয়ার্ডের বেরুঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২,১৭১ জন ভোটার, ৪ নং ওয়ার্ডের কোলগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২,২৩২ জন ভোটার,৫ নং ওয়ার্ডের মোস্তফাপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩,০৮৬ জন ভোটার,৬ নং ওয়ার্ডের পোথাট্টি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২,২২৪ জন ভোটার, ৭ নং ওয়ার্ডেের পশ্চিম আটগ্রাম স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ২,৩১১ জন ভোটার, ৮ নং ওয়ার্ডের পাঁচথিতা স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ৩,১৯৪ জন ভোটার এবং ৯নং ওয়ার্ডের ভ্যালি স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ৩,০০০ জন ভোটার রয়েছে।

জিয়ানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদান করতে যাচ্ছে ১৫ হাজার ৩ শত ১৬ জন ভোটার। তন্মধ্য ১ নং ওয়ার্ডের  মর্তুজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১,৫৬৭ জন ভোটার, ২ নং ওয়ার্ডের মাধাইমুড়ি মাদরাসা কেন্দ্রে ২,০১০ জন ভোটার, ৩ নং ওয়ার্ডের হেরুঞ্জ স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ১,৭৮৪ জন ভোটার, ৪ নং ওয়ার্ডের লক্ষিমন্ডপ স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ২,০১০ জন ভোটার, ৫ নং ওয়ার্ডের জিয়ানগর স:প্রা:বিদ্যালয় কেন্দ্রে ২,৬৯৯ জন ভোটার, ৬ নং ওয়ার্ডের বড়িয়া মাদরাসা কেন্দ্রে ১,৭৩৮ জন ভোটার, ৭ নং ওয়ার্ডের খলিশ্বর স:প্রা: বি: কেন্দ্রে ১,৬০৪ জন ভোটার, ৮ নং ওয়ার্ডের আমড়াতলী মাদরাসা কেন্দ্রে ২,৩০৪ জন ভোটার এবং ৯ নং ওয়ার্ডের ছোট নিলাহালী স: প্রা: বি: কেন্দ্রে ১ ৬১০ জন ভোটার রয়েছে।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিসার আয়শা খাতুন জানান, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি রয়েছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner