1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাটুরিয়া ঘাটে ৯ কি.মি. যানজট, পারাপারের অপেক্ষায় ৮শ ট্রাক

নিরঞ্জন সুত্রধর, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০১:৪৫ পিএম পাটুরিয়া ঘাটে ৯ কি.মি. যানজট, পারাপারের অপেক্ষায় ৮শ ট্রাক
ছবি: আগামী নিউজ

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ বৃদ্ধি ও নাব্যতা সংকট কারনে স্বাভাবিক ভাবে ফেরি চলাচল ব্যহত হওয়ায় আজ বৃহস্পতিবার ঘাট এলাকায় প্রায় ৮শ ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

ঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার ও ঢাকা-আরিচা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত ২কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। 

এ সময় ফেরি পারাপার ট্রাক চালকদের ঘাট এলাকায় এসে ৪-৫ দিন করে অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহ ফেরিসহ ৪টি ফেরি বিকল থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা ও নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচলে ব্যহত ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া, নদীতে পানি দ্রুত কমতে থাকায় ঘাট গুলো ওঠা মানা করতে হচ্ছে। একারনেও ঘাটের সমস্যা দেখা দিয়েছে। 

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ৪-৫দিন করে ঘাটেই পড়ে থাকতে হচ্ছে। 

ঢাকার মালিবাগ থেকে ছেড়ে আসা বরিশাল গামী ট্রাক চালক হায়দার আলী জানান, তিনি রোববার দুপুর ২টার দিকে পটুরিয়া ঘাটে আসেন। কিন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা ও নৌরুটে নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে যানজটের কারনে আজ মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি সে।

ঢাকার সাভার থেকে ছেড়ে আসা মাগুড়া গামী ট্রাক চালক জব্বার উদ্দিন জানান, গত শনিবার রাত ২টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত আজ বেলা ১টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি। এ রকম প্রায় ৮শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় পড়ে রয়েছে। 

আরিচা অফিসের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোশেন (বিআইডব্লিউটিসির) নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, এনৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহসহ ৪টি ফেরি বিকল হয়ে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে ফেরি স্বল্পতা, ও গত প্রায় এক সপ্তাহ ধরে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner