1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বীর নিবাসেই শেষ নিশ্বাস ত্যাগ করতে চান তিনি!

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ১২:২১ পিএম বীর নিবাসেই শেষ নিশ্বাস ত্যাগ করতে চান তিনি!
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওঃ মহান স্বাধীনতাযুদ্ধের নায়ক বীর মুক্তিযোদ্ধা পিয়ার আলী। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে মাটি দিয়ে তৈরি বাড়িতে থাকতেন। আবাদি জমির পরিমাণ খুবই কম। ৫-৬ বছর ধরে তিনি অসুস্থ। ফলে কাজ করতে পারছেন না তিনি। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকায় চলছে চিকিৎসা ও সংসার। তবে সরকারের দেওয়া বীর নিবাস পাচ্ছেন পিয়ার আলী। সেই নিবাসেই শেষ নিশ্বাস ত্যাগ করতে চান তিনি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা পিয়ার আলী। ছেলেকে নিয়ে ছুটে এসেছেন বীর নিবাস নির্মাণে ঠিকাদার বাছাই প্রক্রিয়া দেখতে। সম্প্রতি উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় কথা হয় তাঁর সঙ্গে।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীরনিবাস নির্মাণ করে দিচ্ছেন। এই নিবাস এই বয়সে আমার জন্য অনেক বড় পাওয়া। বীরনিবাসেই আমি শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই। তাই তো দ্রুত নির্মাণকাজ শুরু করার জন্য ঠিকাদার, ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলেছি।’

বীর মুক্তিযোদ্ধা পিয়ার আলীর মতো ১২ বীর মুক্তিযোদ্ধা মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প’ এর আওতায় বীর নিবাস পাচ্ছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, কোন ইট নেবেন, কোন ব্র্যান্ডের সিমেন্ট দিয়ে তিনি নিজের ঘর নির্মাণ করে নেবেন, সেটিও যেন ঠিকাদারি প্রতিষ্ঠান গুরুত্ব দেয়। আমরা সেভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি। বীরনিবাস নির্মাণে কোনো ধরনের অনিয়ম মানা হবে না।’

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner