1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সংবর্ধনা পেলো নবনিযুক্ত অর্ধশতাধিক নার্স

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ১১:৩৮ পিএম সংবর্ধনা পেলো নবনিযুক্ত অর্ধশতাধিক নার্স
ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সদ্য নব-নিয়োগপ্রাপ্ত ৬৪ জন সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের দ্বিতীয়তলায় ব্রাহ্মণবাড়িয়া নার্সিং অফিসার্স এসোসিয়েশন উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক গীতা রানী সাহার সভাপতিত্বে ও সিনিয়র নার্স স্টাফ জাকির হোসেন ও নাসিমা বেগমের সঞ্চালনায় নবনিযুক্ত ৬৪ জন নার্সকে বরণ করে নেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হিমেল খান, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সালাউদ্দিন মাধবর, নার্সিং সুপারভাইজার নার্গিস বেগম ও মমতাজ বেগমসহ প্রমূহ।

তাছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সিং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ফেরদৌসী বেগম ও সিনিয়র স্টাফ নার্স কুহিনূর বেগম।

নবনিযুক্ত নার্সদের উদ্দেশ্য আমন্ত্রিত অতিথিরা বলেন, বাংলাদেশের সকল পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য সেবার অবিচ্ছেদ্য অংশ নার্সিং সেবা। 

অতিথিরা আরও বলেন, আপনারা রোগীদের সেবায় সার্বক্ষন নিয়োজিত থাকবেন। এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসেন তারা যেন সঠিক নার্সিং সেবা পায় সেই দিক খেয়াল রেখে কাজ করার।

রোগীদের সেবা মান নিশ্চিত করতে হবে, শুধু তাই নয়, রোগী ও তাদের স্বজনদের সাথে সুন্দর ব্যাবহার নিশ্চিত করতে হবে। হাসপাতালের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।

এ সময় হাসপাতালের চিকিৎসক-নার্স ও প্রশাসনিক কর্মকর্তাসহ চতুর্থ শ্রেণির কর্মচারীরাও উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৬৪ জন সিনিয়র স্টাফ নার্স নবনিযুক্ত হয়েছিল। এসব নবনিযুক্ত নার্সদেরকে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং অফিসার্স এসোসিয়েশন বরণ করা হয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner