1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বেপরোয়া গতির অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৭:১৬ পিএম বেপরোয়া গতির অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
ছবি: আগামী নিউজ

গাজীপুর: জেলার শ্রীপুরে এমসি বাজার-শিশু পল্লী আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত বেপরোয়া গতির অটোরিকশার চাপায় আমান উল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার(১৫ ডিসেম্বর) দুপুরে টেপিরবাড়ী মসালিয়া পাড়া এলাকায় ঘোড়া মারা বাইদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আমান উল্লাহ টেপিরবাড়ী গ্রামের সাদেক মিয়ার ছেলে। সে স্থানী একটি হাফিজিয়া মাদ্রাসার নূরানী শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সড়কের পাশেই বাড়ি হওয়ায় দুপুরের দিকে আমান উল্লাহ ওই এলাকার নজরুলের দোকান থেকে পাউ রুটি কিনে রাস্তা দিয়ে হাঁটতে ছিল। এ সময় এমসি- ছাতিরবাজার গামী বেপরোয়া গতির অটোরিকশা তার ওপর উঠিয়ে দেয়। গুরুতর আহত  অবস্থায়  স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের বাড়ি একই ইউনিয়নের সাইটালিয়া গ্রামে।

টেপিরবাড়ী এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান,  এমসি বাজার-শিশু পল্লী আঞ্চলিক সড়কের ৪ কিলোমিটার অংশে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর  পর্যন্ত এ অংশে মোট পাঁচটি দুর্ঘটনায় মারা গেছেন ২ জন। সিএনজি- অটোরিকশা বেপরোয়া গতিতে চলাচল করায় এই অংশে দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। ফলে এ অংশ দিয়ে চলাচলের সময় যাত্রীরা আতঙ্কে থাকেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, আমানুল্লাহ-কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। অটোরিকশা জব্দ করা হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner