1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পার্বতীপুরে অবৈধ ইটভাটা চালু করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:৪৫ পিএম পার্বতীপুরে অবৈধ ইটভাটা চালু করার প্রতিবাদে মানববন্ধন
ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে ধুলা উদাল মাদ্রাসা মোড়ে সোমবার বেলা ১২ টায় ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করেছেন।

ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল শাহীন, জেলা সাংগঠনিক সম্পাদক ও ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের উপদেষ্টা সঞ্জিত প্রসাদ জিতু, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার হোসেন, মিনহাজুল ইসলাম বুলবুল, জাহিদুল হোসেন, জাসদ পার্বতীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মুসলিম, মজু মিঞা, ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাসুদ রানা, সংগ্রাম পরিষদের সদস্য এরশাদ, নাজমা বেগম, আফরাজুল রহমান আপন ও কৃষিবিদ মোঃ জয়নাল আবিদীন জয় প্রমুখ।

বক্তারা বলেন, ইটভাটার বিষাক্ত গ্যাসে গত ১৩ ও ১৫ মে হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী ও বাঁশপুকুর মৌজার ৩০০ একর জমির ২ কোটি টাকা মূল্যের আম ও ধানসহ ৩০ প্রকার ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে ৩ শতাধিক কৃষকের স্বাক্ষরিত স্মারকলিপি গত ২৩ মে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ বরাবরে দেয়া হয়েছে। দেয়া হয়েছে ২৩৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা। এরপর গত ২ সেপ্টম্বর রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারকেও স্মারকলিপি দেয়া হয়।   

এতকিছুর পরেও প্রশাসন কেবল ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে বসে ছিল। কোন কার্যকর উদ্যোগ দেখতে না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে হাইকোর্ট এ মামলা দায়ের করা হয়। হামিদপুর ইউনিয়নের ইট ভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ ও অবৈধ ইট ভাঁটা বন্ধ করার জন্য গত ২০ সেপ্টেম্বর '২১ হাইকোর্ট রুল ইস্যু করেছে। হাইকোর্ট ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে আদালতকে জানতে জেলা প্রশাসককে নির্দেশনা জারি করেন।  

ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের উপদেষ্টা সঞ্জিত প্রসাদ জিতু বলেন, এই ইটভাটার কারণে দিন দিন আমরা নিঃস্ব হচ্ছি। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধানসহ বিভিন্ন ফসল পুড়ে যাচ্ছে। পরিপক্ব হওয়ার আগেই পঁচে ঝরে পড়ছে বাগানের আম, বিভিন্ন ফল, বাঁশ ঝাড়। 

বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘১৩ ও ১৫ মে ভোরে হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী ও বাঁশপুকুর মৌজার এআরবি ব্রিকস, একে ব্রিকস, সোহাগী ব্রিকস, অর্ণব ব্রিকস, একতা ব্রিক্স ও জহুরা ব্রিকসের ছেড়ে দেয়া বিষাক্ত গ্যাস পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এতে দুই মৌজার ৩০০ একর জমির ধান, ৫০টি আম বাগান, বাঁশ ও লিচু বাগান, কলা, নারিকেল, পেয়ারা, জলপাই, বাদামসহ বিভিন্ন ফসলের মাঠ নষ্ট হয়ে গেছে।

বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল শাহীন বলেন, ইট ভাটার কারণে প্রতিবছর এই এলাকার ফসলের ক্ষতি হচ্ছে। এ বছর ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। আগামীতে যেন এ ধরনের ক্ষতির মুখে পরতে না হয় সেজন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন। 

ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আজিজুর রহমান বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner