1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এবার মেম্বার পদে মনোনয়ন জমা দিলেন ট্রান্সজেন্ডার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৮:২৭ এএম এবার মেম্বার পদে মনোনয়ন জমা দিলেন ট্রান্সজেন্ডার
ছবি: সংগৃহীত

দিনাজপুর: আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরে ইসুবপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন ট্রান্সজেন্ডার সাথী সরকার।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেকের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সাথী ইসুবপুর ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ৯ নম্বর ওয়ার্ডের বিন্নাকুড়ী গ্রামের বাসিন্দা।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় ওই তিন ওয়ার্ডের অর্ধশত ভোটার উপস্থিত ছিলেন। এ সময় ট্রান্সজেন্ডার সাথী বলেন, ‘আমি জনগণের অনুরোধে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। জনগণকে নিয়ে আমি সমাজসেবা করতে চাই। আমি সমাজের বোঝা নই, সমাজের জন্য কিছু করতে চাই।’

নির্বাচনে কেন প্রার্থী হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একদিন আমি গানবাজনা করে বাড়ি ফিরি। এ সময় এলাকার কিছু মুরব্বি আমাকে বলেন, তুমি সমাজের জন্য কিছু কর। এসব গানবাজনা আর করিও না। আমি এরপর থেকে সমাজের জন্য কিছু করতে চাই।

‘পরে এলাকার লোকজন ও মুরব্বিরা আমাকে নির্বাচনে প্রার্থী হতে বলেন। আমি তাদের সাহসেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।’

চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, এই উপজেলার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে একজন ট্রান্সজেন্ডার প্রার্থী হয়েছেন।

এরআগে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত মাসে দেশের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ঝিনাইদহের নজরুল ইসলাম ঋতু।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner