নীলফামারী: জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারী সদর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে রেখেছে র্যাব।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
খোঁজ নিয়ে জানা যায়, নীলফামারীর সদরে মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে র্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত রয়েছে। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন।
রংপুর থেকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে র্যাব সদর দপ্তর।
আগামীনিউজ/ হাসান