1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার-শীতবস্ত্র বিতরণ

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৬:১০ পিএম প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার-শীতবস্ত্র বিতরণ
ছবি: আগামী নিউজ

গাজীপুর: জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিবন্ধী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে  মাওনা ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদের সভাপতিত্বে  উপজেলা শিক্ষক  সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদ জানান, আমাদের শিক্ষক সমিতির তহবিল থেকে ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪ জন প্রতিবন্ধীকে ও ৭০ জন গরীব অসহায় শিক্ষার্থীকে কম্বল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি তাদের সাথে স্বজনরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner