1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কুষ্টিয়ায় ক্ষুদ্র ঋণের সুষ্ঠ ব্যবহার ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৪:৪৬ পিএম কুষ্টিয়ায় ক্ষুদ্র ঋণের সুষ্ঠ ব্যবহার ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ জেলায় ক্ষুদ্র ঋণের সুষ্ঠ ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহর সেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

শহর সমাজসেবা অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকসানা বেগম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন। 

সেমিনারে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি জিএম গোলাম মোস্তফা, বিআরডিবি জেলা শাখার উপ-পরিচালক আবু সালেহ আফজাল, কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, রেজিষ্ট্রেশন কর্মকর্তা মাহমুল হাসিব,

কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহীন উদ্দিন, কুষ্টিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, সাংবাদিক এসএম জামাল প্রমুখ। 

এসময় সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন সেমিনারে অংশ গ্রহন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকসানা বেগম বলেন, ঋণ গ্রহন করে কেউ সফল হয়, আবার কেউ ব্যর্থ হয়। ঋণ নিয়ে দারিদ্র বিমোচন করবো এমন মনমানসিকতা থাকতে হবে। ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়ায় কেউ যদি ঋণ নিয়ে স্বাবলম্বী হয়ে তা হলে তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়না। প্রত্যেক মানুষ যদি স্বাবলম্বী হয় তা হলে দেশ এগিয়ে যাবে। দেশের বিরাট জনগোষ্ঠীকে মানব সম্পদে রুপান্তরিত হতে হবে।

আমি আশা করি ঋণ গ্রহনকারীরা আয় বর্ধক কাজে লাগিয়ে পরিবার সহযোগীতা করছে এবং করবে। নারী-পুরুষেরা প্রশিক্ষণ নিয়ে ঋণ করে করে ঘরে বসে টাকা আয় আয় করা সম্ভব যদি। তবে সেই জন্য ভালো মনমানসিকতা প্রয়োজন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner