1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অসহায়-দরিদ্রদের জন্য আইন সহায়তা বুথের উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০২:০৬ পিএম অসহায়-দরিদ্রদের জন্য আইন সহায়তা বুথের উদ্বোধন
ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইগত সহায়তা এবং সবরকম আইনি সহায়তায় ঠাকুরগাঁওয়ে বুথের উদ্ধোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গনে এ বুথের উদ্ভোধন করা হয়।

এসময় জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দন সরকার, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিনসহ আইজীবীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিচারকরা বলেন, অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইগত সহায়তা প্রদানের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বুথ থেকে পরামর্শ গ্রহন করতে পারবেন সুবিধাভোগিরা।

সেই সাথে দেওয়ানি ফৌজদারি পারিবারিক জেল আপিলসহ যে কোন মামলার যাবতীয় তথ্য সরবরাহ করা হবে এ বুথ থেকে। হয়রানী ও ভোগান্তি থেকে রেহাই পেতেই এ বুথের কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান তারা। এছাড়া বিনামুল্যে জরুরী সেবা পেতে বেশকিছু নম্বর গ্রহন করতে পারবে হেল্প ডেক্স থেকে। যে কোন আইনগত বিষয়ে ফোন করে সেবা গ্রহন করতে পারেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner